Podcast Episode

Ep0.2 আমার মঙ্গল মন্ত্র / My MARS Mantra introduction in Bangla by Farhat Afzal

আমাদের পৃথিবী প্রতিদিন উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে। আর আমরা শীঘ্রই মঙ্গলগ্রহে পালানোর কল্পনা করছি। ‘মঙ্গলগ্রহে পালানোর মিশন মার্স’ দ্বারা প্রতারিত হবেন না! আসুন আমাদের এই বাস্তব পৃথিবীতে ফিরে আসি! আমরা এই পৃথিবী কে কিভাবে শান্তিপূর্ণ আর বসবাসের উপযোগী করবো তাই ভেবে দেখি। আমি ফারহাত আফজাল আপনাদের আমার মঙ্গল মন্ত্র বা My MARS Mantra পডকাস্টে এ স্বাগত জানাই। ইংরেজিতে MARS শব্দটির সংক্ষিপ্তরূপ হচ্ছে, Motivation কিংবা প্রেরণা, Action কিংবা কাজ, Reflection কিংবা প্রতিফলন, এবং Sustainability কিংবা দীর্ঘ স্থায়িত্ব। এই পডকাস্টে আমরা সবাইকে ৪ টি প্রশ্ন করবো, প্রথমত, কে অথবা কোন ঘটনা আপনাকে কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহ দেয়? দ্বিতীয়ত, আপনার এই উৎসাহ কিভাবে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে? তৃতীয়ত, আপনার কাজের অভিজ্ঞতা থেকে আপনি ও আমরা কি শিখতে পারি? সব শেষে, আমাদের এই অস্থির পৃথিবীকে শান্ত আর নিরাপদ রাখার জন্য আমাদের কি করা উচিত? আর আপনার নিজের মঙ্গল মন্ত্র কি? এই প্রশ্নগুলো আমরা শ্রোতাদের এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে করবো যারা দুর্যোগ ও উন্নয়নের সাথে জড়িত। আমার মঙ্গল মন্ত্র পডকাস্টটি টি একটি পাঁচ পর্বের সিরিজ। প্রথম পর্বে আমরা দুর্যোগের গল্প শুনবো। এখানে আমরা এমন কিছু মানুষের সাথে কথা বলবো, যারা পেশাগত ভাবে দুর্যোগ নিয়ে কাজ করছেন। আর জানবো, যে এসব দুর্যোগের মূল কারণ কি? দ্বিতীয় পর্বটি আরো জটিল! এই পর্বে আমরা প্রতিদিনের দুর্যোগ, যা আমাদের মানুষেরই তৈরী, তাই নিয়ে আলাপ করবো। যুদ্ধ বিধ্বস্ত মানুষ কিভাবে শুদু মাত্র তাদের দৃঢ় ইচ্ছাশক্তির কারণে এগিয়ে যায়, আমরা সেই গল্প শুনবো। তৃতীয় পর্বে, আমরা উন্নয়নের গল্প শুনবো। যে সব দেশকে আমরা উন্নত মনে করি,সেখানে কি হচ্ছে আর অন্যান্য উন্নয়নশীল দেশে কি হচ্ছে তাই ঘুরে দেখবো। এরপর আমরা একটু বিরতি নিবো। আমরা চাইবো আপনারা এসব বিষয় নিয়ে ভেবে দেখবেন, আর আপনার নিজের মঙ্গল মন্ত্র খুঁজে পাবেন। চতুর্থ পর্বে, আমরা বাংলাদেশের গল্প শুনবো, যেখানে দুর্যোগ এবং উন্নয়ন একই সুতোয় গাঁথা। যেখানে সংকট, ভোগবাদ, দুর্নীতি এবং জলবায়ু পরিবর্তন আমাদের তথাকিত উন্নয়ন পরিকল্পনার অংশ। আমরা বাংলাদেশ থেকে কি শিক্ষা নিবো? যা বিশ্ব ব্যাপী সবাইকে জানাতে পারি? সবশেষে আমরা আমাদের নিজেদের মঙ্গল মন্ত্র আর আমাদের পৃথিবীর জন্য মঙ্গল কামনা করে এই পডকাস্ট শেষ করবো। প্রিয় শ্রোতা, আপনার মঙ্গল মন্ত্রটি কি? কোন বিষয়টি আপনাকে সাড়া দিচ্ছে? আপনার কোনো প্রশ্ন আর মতামত জানাতে এই ঠিকানায় ইমেইল করুন mymarsmantra@gmail.com ধন্যবাদ





From the series
My MARS mantra

Authors

Farhat Afzal

Website

https://mymarsmantra.com

Published

2023-12-10

Details

  • Owner: Rumana Kabir
  • Collection: Podcasts
  • Version: 1 (show all)
  • Status: Live
  • Views (since Sept 2022): 338